• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০৯:৪১ এএম
ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

ভারতের একটি যুদ্ধবিমান রাজস্থানের জয়সলমিরের কাছে এসে ভেঙে পড়ে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানের পাইলট উইং কমান্ডার হর্ষিত সিনহা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

হিন্দুস্তান টাইমস জানায়, শুক্রবার (২৪ ডিসেম্বর) রাজস্থানের জয়সলমিরের কাছে ‘ডেজার্ট ন্যাশনাল পার্ক’ এলাকার অন্তর্গত একটি জায়গায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় বিমানবাহিনীর মিগ-২১ বিমানটি সেখানে ভেঙ্গে পড়ে।

জয়সলমিরের পুলিশ সুপার অজয় সিংহের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানায়, রাত সাড়ে ৮টার দিকে প্রশিক্ষণ চলাকালীন রাজস্থানের জয়সালমিরের ওয়েস্টার্ন সেক্টরে মিগ-২১ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার তৎপরতা চলছে।

ভারতীয় বিমানবাহিনী কর্তৃপক্ষ জানায়, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইট বার্তায় দুর্ঘটনায় উইং কমান্ডারের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।

বিধ্বস্ত হওয়া বাইসন হচ্ছে মিগ-২১ সিরিজের সর্বাধুনিক বিমান। মিগ-২১ বাইসন এয়ারক্রাফটের চারটি স্কোয়াড্রন পরিচালনা করে ভারতীয় বিমান বাহিনী। একটি স্কোয়াড্রনে অন্তত ১৬-১৮টি যুদ্ধবিমান থাকে।

প্রতিবেদনে আরও জানায়, ১৯৬৩ সালে প্রথম সিঙ্গল ইঞ্জিনের মিগ যুদ্ধবিমান হাতে পায় ভারতীয় বিমান বাহিনী। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৪০০ মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। চলতি বছরই ৫টি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো।  এসব ঘটনায় গত ৬ দশকে অন্তত ২০০ পাইলট নিহত হয়েছেন। এই কারণে বিমানটিকে ‘ফ্লাইং কফিন’ নামেও ডাকা হয়।

Link copied!