ভারতে ভুয়া টিকা বিক্রি, সতর্ক করল ডব্লিউএইচও


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৬:৫৮ পিএম
ভারতে ভুয়া টিকা বিক্রি, সতর্ক করল ডব্লিউএইচও

ভুয়া কোভিশিল্ড টিকা বিক্রির ব্যাপারে ভারতকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডব্লিউএইচও। এক বিবৃতিতে সংস্থাটি জানায় ভারতে করোনার কোভিশিল্ড টিকার নামে বেশ কয়েকটি ভুয়া টিকা শনাক্ত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জুলাই ও আগস্ট মাসে ভারত ও আফ্রিকাতে ভুয়া টিকার ডোজগুলো জব্দ করা হয়। ভারতের টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এসব টিকার ডোজগুলো ভুয়া বলে নিশ্চিত করেছে।

বিবিসি জানায়, করোনা মহামারিতে ভুয়া টিকা ‘বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে’ বলে সতর্ক করেছে ডব্লিউএইচও। অতি দ্রুত ভুয়া টিকা সরবরাহ বন্ধ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে সংস্থাটি। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভুয়া টিকার বিষয়টি বিষয়টি তদন্ত করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও ভারত সরকারের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

যুক্তরাজ্যের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকা ভারতে কোভিশিল্ড নামে প্রস্তুত করছে সেরাম ইন্সটিটিউট। এ পর্যন্ত ৫০ কোটির বেশি ডোজ কোভিশিল্ড টিকা সরবারহ করেছে ভারত। 

এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোতেও কয়েক লাখ ডোজ কোভিশিল্ড টিকা পাঠিয়েছে ভারত। বিভিন্ন দেশের সরকার ও দরিদ্র দেশগুলোর জন্য বৈশ্বিক টিকাদান প্রকল্প কোভ্যাক্স চুক্তির অংশ হিসেবে এসব টিকা সরবরাহ করা হয়।

যদিও এপ্রিল এবং মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর টিকা রপ্তানি বন্ধ করে মোদি সরকার। এরপর থেকে ভারতের নিজস্ব চাহিদা মেটাতেই কোভিশিল্ড টিকা উৎপাদন করছে সেরাম ইন্সটিটিউট।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!