• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ভারতে বেসরকারিভাবে টিকা বিক্রি শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ০৯:১৫ পিএম
ভারতে বেসরকারিভাবে টিকা বিক্রি শুরু

শর্তসাপেক্ষে খোলা বাজারে টিকা বিক্রির অনুমোদন দিয়েছে ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। হিন্দুস্তান টাইমস জানায়, বৃহস্পতিবার (২৭ জুন) কোভ্যাক্সিন ও কোভিশিল্ড এই দুইটি টিকা শর্তসাপেক্ষে খোলা বাজারে বিক্রির অনুমতি দেওয়া হয়।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া জানান, ২০১৯ সালের ন্যাশনাল ড্রাগস অ্যান্ড ক্নিনিকাল ট্রায়ালস আইনের আওতায় এসব টিকা বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের শরীরে প্রয়োগের ক্ষেত্রে এসব টিকা ব্যবহার করা যাবে।

এর ফলে এতদিন জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগের জন্য যে অনুমোদন দেওয়া হয়েছিল, তা এখন সাধারণ ওষুধ হিসেবে গণ্য করা হবে।

সংবাদসংস্থা পিটিআই জানায়, পূর্বনির্ধারিত দামে বিভিন্ন বেসরকারি হাসপাতালে দুটি টিকা কিনতে পাওয়া যাবে। এর আগের সরকারি নির্দেশিকায় যে দাম ধরা হয়েছিল বেসরকারিভাবে তার চেয়ে কম দামে টিকা বিক্রি হবে।

সংবাদসংস্থা এএনআই জানায়, সাধারণ ওষুধের দোকানে আপাতত টিকা বিক্রি হচ্ছে না। শুধুমাত্র হাসপাতাল ও ক্লিনিকে গেলেই টিকা পাওয়া যাবে।

এছাড়াও দৈনিক কত টিকা দেওয়া হচ্ছে তা এবং ক্নিনিকাল ট্রায়ালের তথ্য সংরক্ষণ করবে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) ও ভারত বায়োটেক।

Link copied!