• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভারতে কৃষকদের গাড়িচাপায় অভিযুক্ত মন্ত্রীপুত্রের জামিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৬:২৬ পিএম
ভারতে কৃষকদের গাড়িচাপায় অভিযুক্ত মন্ত্রীপুত্রের জামিন

গতবছরের ৯ অক্টোবর উত্তরপ্রদেশে আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয় ভারতে। এ ঘটনায় আটক হন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র।

চার মাস পর জেল খেটে উত্তরপ্রদেশ নির্বাচনের মাঝেই জামিন পেলেন তিনি। এনডিটিভি জানায়, এলাহাবাদ হাই কোর্টে তার জামিন মঞ্জুর হয়।

লখিমপুর খেরির সেই ঘটনার দিন, কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ চলছিল। এসময় তারা সড়ক অবরোধ করতে গেলে আশিস মিশ্রর গাড়ির চাকায় পিষ্ট হয়ে চার কৃষকের মৃত্যু হয়।

এর জেরে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। সংঘর্ষে প্রাণ হারান আরও ৪ জন। সহিংসতা বন্ধে জারি হয় ১৪৪ ধারা। এলাকাজুড়ে মোতায়েন হয় পুলিশ।

এ ঘটনার মূল অভিযুক্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস। বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর করল আদালত।

উত্তরপ্রদেশে নির্বাচনের প্রচারেও অংশ নিতে পারবেন তিনি। তবে গাড়িচাপার ঘটনা ভোটের লড়াইয়ে প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!