• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভারতে কাঠের গুদামে অগ্নিকাণ্ডে নিহত ১১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০১:৪৫ পিএম
ভারতে কাঠের গুদামে অগ্নিকাণ্ডে নিহত ১১

ভারতে একটি কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় বুধবার (২৩ মার্চ) ভোর চারটার দিকে তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দারাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, গুদামের নিচতলায় অগ্নিকাণ্ড ঘটে। এ সময় অনেক শ্রমিক ভবনের দোতলায় ঘুমাচ্ছিল। সকাল ৮টা নাগাদ ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। যাদের মরদেহ উদ্ধার হয়েছে সবাই বিহারের বাসিন্দা। সবার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিহতরা হলেন বিট্টু, সিকান্দার, দীপক, পঙ্কজ, রাজেশ, চিন্টু, দীনেশ, সত্যন্দর ও দমোদার।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ। কম সময়ের মধ্যেই পুরো গুদামে আগুন ছড়িয়ে পড়লে ভেতরে ঘুমিয়ে থাকা শ্রমিকরা হতাহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ওই গুদাম থেকে চার-পাঁচজন শ্রমিক বেরিয়ে আসতে সক্ষম হন। তাদের মধ্যে একজনের আশঙ্কাজনক। তাকে গান্ধী হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!