• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভারতে করোনার তৃতীয় ঢেউ, আক্রান্তের ৭৫ শতাংশই ওমিক্রন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ০৮:১৩ পিএম
ভারতে করোনার তৃতীয় ঢেউ,  আক্রান্তের ৭৫ শতাংশই ওমিক্রন

ভারতে প্রতিদিনই বাড়ছে করোনার প্রকোপ। মহারাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত অনেক রাজ্যেই দেখা গেছে করোনার নতুন ধরন ওমিক্রনের তাণ্ডব।

মোট আক্রান্তের একটি বড় অংশই ওমিক্রন সংক্রমণ বলে জানিয়েছে এনডিটিভি। যাদের বেশিরভাগই শনাক্ত হয়েছেন বড় শহরগুলোতে।

এই পরিস্থিতিকে মহামারির তৃতীয় ঢেউ হিসেবেই দেখছেন ভারতের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান ডক্টর এন কে অরোরা। মুম্বাই, দিল্লি ও কলকাতার মতো বড় শহরগুলোতে মোট আক্রান্তের ৭৫ শতাংশই ওমিক্রনের সংক্রমণ বলে জানিয়েছেন তিনি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত ওমিক্রন সংক্রমণের শীর্ষে আছে মহারাষ্ট্র। এ পর্যন্ত দেখানে মোট ৫১০ জন ওমিক্রন সংক্রমিত হয়েছে রাজ্যে।

ওমিক্রন আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে রাজধানী দিল্লি। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানান, ২০২১ সালের ৩০ ও ৩১ ডিসেম্বররে মধ্যে আক্রান্তদের মধ্যে ৮৪ শতাংশের দেহেই ওমিক্রন সংক্রমণ দেখা গেছে।

এছাড়া গত ২৪ ঘন্টায় রাজধানীতে নতুন করে আক্রান্ত হন ৪,০০০ জন। যার ফলে দিল্লিতে সংক্রমণের হার বেড়েছে প্রায় ১৫ শতাংশ। এই মুহূর্তে দিল্লিতে করোনার নতুন রূপে আক্রান্তের সংখ্যা ৩৫১।

পশ্চিমবঙ্গসহ সব রাজ্য মিলিয়ে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দেড় হাজারের বেশি। আর ভারতে মোট করোনা আক্রান্ত রোগী প্রায় দেড় লাখ।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!