করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠার সঙ্গে সঙ্গেই আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ ভারতে। ওমিক্রনের প্রভাবে দেশটির সংক্রমণ হার বাড়ছে প্রতিদিন।
বুধবার দৈনিক সংক্রমণ বেড়ে ৪৫ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ দেশজুড়ে মোট করোনা পরীক্ষার শতকরা ৪৫ ভাগে রিপোর্টেই করোনা পরিজিটিভ এসেছে।
এছাড়াও ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৮০০ কাছাকাছি। বেড়েছে মৃতের সংখ্যাও।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাতে হিন্দুস্তান টাইমস এসব তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় ভারতে ৯ হাজার ৯১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আগেরদিন এই সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৩০২ জনের মৃত্যু হয়েছে। আগেরদিন মৃতের সংখ্যা ছিল ২৯৩।
এর মাধ্যমে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িযেছে ৩ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৮৮৬ জনে। এই মুহূর্তে করোনা আক্রান্ত রোগী ৭৭ হাজার ২ জন।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৫১ হাজার ২৯২ জন। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৪ শতাংশ রয়েছে। মহামারিতে ভারতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮০ হাজার ৫৯২ জনের।
এছাড়াও ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮১। সুস্থ হয়েছেন ২৪১ জন। দিল্লিতে সর্বোচ্চ ২৩৮ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন।