• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ভারতে আক্রান্ত প্রায় আড়াই লাখ, ৮৯৩ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৩:৩২ পিএম
ভারতে আক্রান্ত প্রায় আড়াই লাখ, ৮৯৩ জনের মৃত্যু

ভারতে আবারও বেড়েছে করোনার সংক্রমণ হার। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রায় ২ লাখ ৩৪ হাজার জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

যার মাধ্যমে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১০ লাখে। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত ২৪ ঘন্টার করোনা আক্রান্ত ৮৯৩ জনের মৃত্যু হয়েছে।

এনডিটিভি জানায়, সোমবার দৈনিক সংক্রমণ হার ১৩ দশমিক তিন নয় শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক পাঁচ শূন্য শতাংশে। ফলে সাপ্তাহিক সংক্রমণ হার ১৬ শতাংশে উপরে রয়েছে।

আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে মহারাষ্ট্রে। শনিবার রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৯৭১ জন। এদের মধ্যে ৮৫ জন ওমিক্রন আক্রান্ত। আর ২৪ ঘণ্টায় মৃত্যুর হয়েছে ৬১ জনের।

এদিকে রাজধানী দিল্লিতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৮৩ জন। শনাক্তের হার ৭ দশমিক ৪১ শতাংশ।
দক্ষিণের রাজ্য কেরালায় নতুন করে শনাক্ত হয়েছে ৫০ হাজার ৮১২ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। একই দিন কর্ণাটকে মারা গেছেন ৭০ জন। তবে মিজোরাম ছাড়া করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে উত্তর-পূর্বাঞ্চলে।

এছাড়াও ভারতে চলমান টিকাদান অভিযানে, এ পর্যন্ত ১৬৫ কোটি ৭০ লাখ মানুষ অন্তত টিকার একটি করে ডোজ পেয়েছেন। দেশটিরর প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭৫ শতাংশেরও বেশি এখন সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্ত।

Link copied!