• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভারতের বাজেট ঘোষণা, বাংলাদেশের জন্য বরাদ্দ তিনশ কোটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ০৭:৪৮ পিএম
ভারতের বাজেট ঘোষণা, বাংলাদেশের জন্য বরাদ্দ তিনশ কোটি

নতুন অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে ভারত সরকার। বরাবরের মতো প্রতিবেশী দেশগুলোতে বিনিয়োগের জন্যেও রাখা হয়েছে বরাদ্দ।

মঙ্গলবার পার্লামেন্টে বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এতে বাংলাদেশের জন্য তিনশ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে।

মিয়ানমারে বিতর্কিত সেনা সরকার ক্ষমতা না ছাড়লেও দেশটির জন্য ছয়শ কোটি রুপি বাজেট ধরা হয়েছে। এমনকি তালেবান সরকারকে মেনে না নিলেও আফগানিস্তানের জন্যে দুইশ কোটি টাকা বরাদ্দ রেখেছেন সীতারামন।

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে জানায়, সব চেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে ভুটানে জন্য। প্রতিবেশী দেশটিতে দুই হাজার ২৬৬ কোটি রুপি বিনিয়োগ করতে চায় ভারত।

দ্বীপরাষ্ট্রের মরিশাসের জন্য বরাদ্দ আছে নয়শ কোটি রুপি। আরেক প্রতিবেশী নেপালের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭৫০ কোটি আর আফ্রিকায় দূতাবাস খোলার জন্যে বরাদ্দ ২৫০ কোটি রুপি।

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!