বড়দিনের ছুটিতে ভ্রমণ করতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন বিভিন্ন দেশের যাত্রীরা। ফ্লাইট পরিসংখ্যানকারী ওয়েবসাইটগুলোর তথ্য অনুসারে, বিমান পরিবহণ সংস্থাগুলো গত কয়েকদিনে প্রায় সাড়ে চার হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, বড়দিনের মৌসুমে দেশে দেশে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় এই ফ্লাইট বিপর্যয় হয়। বড়দিনের আগের দিন বিশ্বজুড়ে ২ হাজার ১৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এর প্রায় এক চতুর্থাংশ ফ্লাইট ছিল যুক্তরাষ্ট্রের। আর বড়িদনে বিশ্বব্যাপী আরও ১ হাজার ৭৭৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এরসঙ্গে রবিবারের জন্য নির্ধারিত ৪০২টি ফ্লাইটও বাতিল করা হয়।
পাঁচটি সংস্থার থেকেই বেশিরভাগ ফ্লাইট বাতিল হয়। এদের মধ্যে ইউনাইটেড এয়ালাইন্স জানায়, ওমিক্রন সংক্রমণ বাড়ায় অনেক ফ্লাইট ক্রু ও কর্মকর্তা অসুস্থ আছেন।
এর ফলে বেশ কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছে। আর ডেলটা এয়ার লাইন্স জানায়, বিরূপ আবহাওয়া ও অমিক্রনের সংক্রমণের কারণে দেড় শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।