বুলগেরিয়ায় পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে আগুনে পুড়ে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে বিবিসি। রাজধানী সোফিয়ার দক্ষিণ-পশ্চিমে বোসনেক গ্রামের কাছে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের কর্মকর্তা নিকোলাই নিকোলভ দেশটির বিটিভি চ্যানেলে বলেন, নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চলন্ত বাসটি একটি কার্ব বা রেললাইনে আঘাত হানার পর এতে আগুন ধরে যায়। দুর্ঘটনা ও আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ সাতজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
উত্তর মেসিডোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুজার ওসমানি জানান, বাসটি তুরস্কের শহর ইস্তাম্বুলে ছুটি কাটিয়ে মেসিডোনিয়ার রাজধানী স্কোপজে ফিরছিল। বাসটিতে উত্তর মেসিডোনিয়ার নম্বর প্লেট যুক্ত ছিল বলে জানিয়েছে রয়টার্স।
এ ঘটনার পর স্ট্রামা মোটরওয়ে ঘটনার আশপাশের এলাকাটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।