ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখের হত্যাকাণ্ডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হিন্দুস্তান টাইমস জানায়, সোমবার রাতে রামপুরহাট তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন হন।
এরপর ওই গ্রামে তাণ্ডব চালায় দুষ্কৃতীকারীরা। একাধিক বাড়িতে আগুন দেয় তারা। এছাড়াও সারারাত ধরে এলাকায় বোমা ফাটান হয়।
মঙ্গলবার ফায়ার সার্ভিসের বিবৃতিতে জানানো হয়, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী।
অগ্নিকাণ্ডে তিন চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। তাদের মধ্যে একই বাড়িতেই ৭ জন মারা যান। এছাড়া অগ্নিদগ্ধ অবস্থায় রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় সকাল থেকে গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাত থেকেই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলকাতা থেকে তদন্তকারী দল রামপুরহাটের বগটুই গ্রামে এসে পৌঁছেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। সিআইডিও যুক্ত হবে তাদের সঙ্গে। তবে অগ্নিকাণ্ড ও হত্যার ঘটনার মধ্যে কোন যোগাযোগ আছে কি না বা এর সঙ্গে কারা জড়িত সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।