সব বাধা ডিঙিয়ে ব্যাপকহারে সামরিক শক্তি বৃদ্ধির প্রতিজ্ঞা করেছেন উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন।
সোমবার (২৮ মার্চ) দেশের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে সাক্ষাতের সময় এমন প্রতিজ্ঞা করেন তিনি।
পারমাণবিক অস্ত্রের পরীক্ষা অব্যাহত রাখায় এমনিতেই সমালোচনার মুখে উত্তর কোরিয়া। কিন্তু তাতে তারা ভ্রুক্ষেপ করতে নারাজ। তারা কোনো মূল্যেই পারমাণবিক সক্ষমতা ‘হাতছাড়া’ করতে চান না।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত বৃহস্পতিবার (২৪ মার্চ) আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা করে উত্তর কোরিয়া। এটি জাতিসংঘ থেকে নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র। দীর্ঘ পাঁচ বছর এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। আইসিবিএম তৈরিতে জড়িত কর্তৃপক্ষ, বিজ্ঞানী ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কিম।
কিম জং উন বলেন “নতুন আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিএমবি) যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক পদক্ষেপ ঠেকাতে সাহায্য করবে। উত্তর কোরিয়া আরও নির্ভুল ও কৌশলগত শক্তিশালী শক্তি অস্ত্র তৈরি অব্যাহত রাখবে।”
উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম আরও বলেন, “তখনই কেউ যুদ্ধ এড়াতে পারবে যখন কারো কাছে ভয়ংকর আঘাতের সক্ষমতা আছে। অথবা কারও কাছে যদি বিপুল সামরিক শক্তি থাকে। তবেই দেশের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। একই সঙ্গে সাম্রাজ্যবাদীদের সব হুমকি নিয়ন্ত্রণে রাখা যায়।”
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, উত্তর কোরিয়ার ওপর জোরালো নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের চাপ প্রয়োগ অব্যাহত রাখা হবে। তবে চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের বিরোধিতা করেছে। উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞার বোঝা কমানো প্রয়োজন বলে দাবি করেছে দুই দেশ।
আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিএমবি) ১ হাজার একশ কিলোমিটারের বেশি দূরে পৌঁছাতে পারে, যা উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।