• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বে করোনা আক্রান্ত ৩৫ কোটি ছাড়াল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ১২:০৮ পিএম
বিশ্বে করোনা আক্রান্ত ৩৫ কোটি ছাড়াল

বিশ্বজুড়ে প্রতিদিন করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। ওমিক্রনের কারণেই সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। টিকা কার্যক্রম চললেও সংক্রমণ এড়াতে পারছে না বিশ্বের দেশগুলো। বিশ্বজুড়ে এক দিনে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫ কোটি ছাড়াল।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৬৬ হাজার ৯১৬ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫ কোটি ১৯ লাখ ৯৫ হাজার ৬৪৩ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ১৪ হাজার ৫১২। আর সুস্থ হয়েছেন ২৭ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার ৯ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর এ দেশটিতে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৯৩১ জন এবং মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৮৯ হাজার ১৯৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৪৩৫ জন সংক্রমিত হয়। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৮৯৬ জনের।
 
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৪৩৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২৩ হাজার ১৪৫ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

Link copied!