• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বে এক দিনে রেকর্ড শনাক্ত ৩২ লাখের বেশি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ১১:০২ এএম
বিশ্বে এক দিনে রেকর্ড শনাক্ত ৩২ লাখের বেশি

বিশ্বজুড়ে আবারও তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস।সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। নতুন ধরন ওমিক্রনের প্রভাবে সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় সংক্রমিত আরও ৮ হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমিত হয়েছেন ৩২ লাখ ১১ হাজার ২২৬ জন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়। তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ লাখ ৫৯ হাজার ৪৬৯ জন।

এখন পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৭৪ হাজার ২৪৪ জনে। সংক্রমণের সংখ্যা দাড়াল ৩৩ কোটি ৫৭ লাখ ৭ হাজার ২৫৫ জনে। পাশাপাশি সুস্থ ব্যক্তির সংখ্যা মোট ২৭ কোটি ৯ লাখ ৬০ হাজার ৫৬৫ জন।

দৈনিক সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৮৬৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৯১৭ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় ৬ কোটি ৯০ লাখ ৭০ হাজার ৮৬৭ জন সংক্রমিত হন এবং মৃত্যু হয় ৮ লাখ ৭৮ হাজার ৩৮৩ জনের।

এরপরই যুক্তরাজ্যের অবস্থান। দেশটিতে এক দিনে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ৭৬৯ জন। আর মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। এছাড়া ভারতে এক দিনে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮২ হাজার ৯৭০ জন এবং মৃত্যু হয়েছে ৪৪২ জনের।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫০০ জন। শনাক্তের হার ছিল ২৫ শতাংশেরও বেশি। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লাখ ৪২ হাজার ২৯৪। এদের মধ্যে ২৮ হাজার ১৭৬ জনের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!