সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছে ভারতের এক মুসলিম পরিবার। বিশ্বের বৃহত্তম মন্দির নির্মাণের জন্য দান করলেন নিজেদের জমি। এই মুসলিম পরিবারের দান করা জমিতে নির্মিত হবে ‘বিরাট রামায়ণ মন্দির’।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ‘বিরাট রামায়ণ মন্দির’ নির্মিত হচ্ছে বিহারের কাইথওয়ালিয়ায়। কম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দিরের চেয়েই উঁচু তৈরি করা হবে এই মন্দির, যা নির্মাণে খরচ পড়বে প্রায় ৫০০ কোটি টাকা। এর জন্য আড়াই কোটি টাকার জমি দান করল একই জেলার এক মুসলিম পরিবার।
মন্দির নির্মাণ প্রকল্পের সঙ্গে জড়িত মহাবীর মন্দির ট্রাস্টের প্রধান আচার্য কিশোর কুণাল জানান, ইশতিয়াক খান নামে এক ব্যবসায়ী মন্দির নির্মাণে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন। তার পরিবারের আড়াই কোটি টাকা মূল্যের জমি দান করছেন মন্দির নির্মাণের জন্য। এ ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম উদাহরণ।
আচার্য কিশোর কুণাল আরও জানান, জমি দান করার সব প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে হয়ে গেছে। মন্দির নির্মাণের জন্য মুসলিমরা এগিয়ে না এলে স্বপ্নের এই প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। মন্দির গড়ার জন্য মহাবীর মন্দির ট্রাস্টের হাতে ১২৫ একর জমি রয়েছে। আরও ২৫ একর জমি পাওয়ার কথা রয়েছে তাদের।
কম্বোডিয়ার বিশ্ব বিখ্যাত ১২ শতকের আঙ্কোরভাট কমপ্লেক্সের চেয়েও লম্বা হবে বিরাট রামায়ণ মন্দির, যা ২১৫ ফুট উঁচু হবে। পূর্ব চম্পারণের কমপ্লেক্সে ১৮টি মন্দির থাকবে। এর শিব মন্দিরে বিশ্বের বৃহত্তম শিবলিঙ্গ থাকবে। এই মন্দির নির্মাণের মোট খরচ প্রায় ৫০০ কোটি টাকা। ট্রাস্ট শিগগিরই নয়াদিল্লিতে নতুন সংসদ ভবন নির্মাণের কাজে নিযুক্ত বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নেবে।