মহামারির মাঝেই ২৫ ডিসেম্বর (শনিবার) বিশ্বজুড়ে পালিত হচ্ছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। দিনটি উপলক্ষে গির্জাগুলোর পাশাপাশি বিভিন্ন বড় শহরে ছিল চোখধাঁধানো আলোকসজ্জা, ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজন।
ফিলিস্তিন
আজ থেকে দুই হাজার বছর আগে ফিলিস্তিনের এই বেথলেহেমে শহরেই জন্মগ্রহণ করেন যিশুখ্রিষ্ট। বাইবেলে উল্লেখিত যিশুর জন্মস্থান, গির্জা অফ দ্য নেটিভিটিতে মধ্যরাতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
ভ্যাটিকান
করোনাকালীন বিধিনিষেধের কারণে লোক সমাগম হয়নি ভ্যাটিকান সিটিতে। পোপ ফ্রান্সিসের সভাপতিত্বে প্রার্থনায় অনুষ্ঠিত হয় সীমিত পরিসরে।
ইরাক
উত্তর ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলে উদযাপন হচ্ছে বড়দিন। মধ্যরাতের প্রার্থনায় বড়দের সহায়তা করছিল শিশুরাও।
দুবাই
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আল-ওয়াসল প্লাজায় জমকালো ক্রিসমাস ট্রি উন্মোচন করা হয় বড়োদিন উপলক্ষে। এছাড়াও এখানাকার স্নো গ্লোব আর আলোকসজ্জা দেখতেও ভিড় করেন দর্শনার্থীরা।
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে শিশুদের সঙ্গে বড়দিনের প্রথম প্রহর উদযাপন করেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। তাদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হন অন্যান্য অতিথিরা।
যুক্তরাজ্য
বরাবরের মতোই বড়দিনের শুরুতে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা দেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এরপরই যুক্তরাজ্যজুড়ে শুরু হয় বড়দিন উদযাপনের নানা আয়োজন।