বিমানবন্দরে তল্লাশির করতে গিয়ে অনেক সময় অবৈধ মালামাল উদ্ধার করে থাকেন নিরাপত্তারক্ষীরা। পুলিশের হাতেও ধরা পড়ে অপরাধীরা।
তবে ভারতের জয়পুরে ঘটেছে এক অভূতপূর্ব ঘটনা। স্বয়ং পুলিশ কর্মকর্তাকেই সন্দেহ করে তল্লাশি করেছে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা।
এনডিটিভি জানায়, রাজস্থান থেকে বাড়ি ফিরছিলেন পুলিশ অফিসার অরুণ বোথরা। জয়পুর বিমানবন্দরে তার সুটকেসটি স্ক্যান করতে গিয়ে সন্দেহ হয় দায়িত্বরত নিরাপত্তারক্ষীর। খুলে দেখাতে বললেন ভেতরটা।
তবে সেই ব্যাগ খুলে উল্টো বিব্রতকর পরিস্থিতি পড়েন কর্মকর্তারাই। সন্দেহজনক সেই ব্যাগে ছিল ১০ কেজি মটরশুঁটি। জয়পুর থেকে সেসব সবজি কিনেছিলেন অরুণ।
সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনা। অরুণ তার সেই স্যুটকেসের ছবি তিনি শেয়ার করেছেন টুইটারে।
তিনি জানান, সস্তায় পেয়ে ৪০ রুপি কেজি দরে এসব মটরশুঁটি কিনেন তিনি। তবে সুটকেসের ওজন দেখে সন্দেহ হয়েছিল নিরাপত্তাকর্মীদের।
টুইটারের অরুণের ফলোয়ারের সংখ্যা এক লাখের বেশি। ৫০ হাজারের বেশি মানুষ শেয়ার করেছেন তার পোস্টটি।