প্রতি বছরের মত এবারও বিশ্বের প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ২০২১ সালের তালিকায় স্থান পেয়েছেন সমাজ, সংস্কৃতি ও বিশ্বকে নতুন করে সাজাতে ভূমিকা রাখা নারীরা।
তবে এবারের তালিকায় ১০০ নারীর মধ্যে অর্ধেকই আফগানিস্তানের নাগরিক। এদের অনেকেই আফগানিস্তানে উন্নয়নে কাজ করতে গিয়ে দমন-পীড়নের শিকার হয়েছেন। নিরাপত্তার স্বার্থে এসব নারীদের কেউ কেউ ব্যবহার করেছেন ছদ্মনাম। ছবি প্রকাশ করেননি অনেকে। সমাজ সংস্কার ছাড়াও নারী শিক্ষা আর মানবাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন তারা।
এ ছাড়া আরও আছেন পাকিস্তানের শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই, সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী ফিয়ামে নাওমি মাতাফা, ভারতীয় আইনজীবী ও অধিকারকর্মী মঞ্জুলা প্রদীপ, সাবেক আফগান নারী পুলিশ সদস্য মোমেনা ইব্রাহিমি, আফগানিস্তানের বাণিজ্যিক উড়োজাহাজের প্রথম নারী পাইলট মহাদেসি মিরজায়িসহ আরও অনেকেই।
প্রতি বছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্যের ভিত্তিতে প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারীদের তালিকা করা হয়। গত এক বছরে বিভিন্ন সংবাদের শিরোনামে থাকা ও নিজ নিজ ক্ষেত্রে প্রশংসিতরাই এ তালিকায় স্থান পান।
এ বছরের প্রতিপাদ্য ছিল, পৃথিবীর বদলে নারী। মহামারির মাঝে জীবনযাপনে পরিবর্তন ও নতুন পদ্ধতি উদ্ভাবনে যে নারীরা ভূমিকা রেখেছেন তারাই স্থান করে নিয়েছেন এ তালিকায়।