• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনা চিকিৎসায় কারাগারে ব্রাদারহুডের সাবেক এমপির মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০১:০১ পিএম
বিনা চিকিৎসায় কারাগারে ব্রাদারহুডের সাবেক এমপির মৃত্যু

বিনা চিকিৎসায় মারা গেলেন মিসরের মুসলিম ব্রাদারহুডের সাবেক এমপি হামদি হাসান। দেশটির কুখ্যাত আল-আকরাব হাই সিকিউরিটি কারাগারে তার মৃত্যু হয়। 

আল-জাজিরা জানায়, সাবেক এমপি হামদি হাসান স্থানীয় সময় বৃহস্পতিবার কুখ্যাত আল-আকরাব কারাগারে মারা যান। তবে কী কারণে কারাগারে তার মৃত্যু হয়েছে, এই বিষয়ে কিছু জানাননি কারা কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিবার মৃত্যুর খবরটি জানায়।

দেশটির মানবাধিকার সংস্থা এল-শেহাব তাদের অফিশিয়াল ফেসবুক পেজে দাবি করেছে, ব্রাদারহুডের সাবেক এই এমপি কারাগারে বিনা চিকিৎসায় মারা গেছেন।

২০১১ সালের ১১ ফেব্রুয়ারি গণবিক্ষোভের মুখে হোসনি মোবারকের পতন হয়। এরই মধ্যে মুসলিম ব্রাদারহুডের রাজনীতি নিষিদ্ধ থাকায় দলটির প্রত্যক্ষ সমর্থনে ‘মুসলিম ব্রাদারহুড ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি’ (এফজেপি) নামে নতুন রাজনৈতিক দল গঠিত হলে মুরসি তার চেয়ারম্যান নিযুক্ত হন।

২০১২ সালে বিপুল জনসমর্থনে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুরসি। এ সময় মুসলিম ব্রাদারহুড ও এফজেপি আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ মুরসিকে ‘মিসরের সর্বস্তরের মানুষের প্রেসিডেন্ট’ হিসেবে স্বীকৃতি দেয়। তবে ক্ষমতা গ্রহণ করেই দীর্ঘ সামরিক শাসনের জাঁতাকলে ক্ষয়িষ্ণু মিসরকে পতনের হাত থেকে রক্ষার জন্য দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেননি মুরসি।

ক্ষমতা গ্রহণের এক বছর পার হতেই মুরসি সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামে মিসরীয় জনগণ। মুরসির বিরুদ্ধে গণবিক্ষোভ ও অভ্যুত্থানে সমর্থন দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মতো আঞ্চলিক শক্তিগুলো। এমনকি সরকারিভাবে বিবৃতি দিয়ে মুরসি সমর্থকদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করে সৌদি আরব।

২০১৩ সালের ৩০ জুন মিসরে মুরসির সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ২০১৩ সালের ৩ জুলাই মুরসিকে ক্ষমতাচ্যুত করে ও বন্দি করে দেশটির তৎকালীন সেনাপ্রধান। ওই সময় মুরসির সঙ্গে দলের অন্যান্য এমপিদেরও কারাগারে বন্দি করা হয়। বন্দিদের অনেকেরই বিনা চিকিৎসায় মৃত্যু হয়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!