• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বিধানসভায় জম্মু-কাশ্মীরের ‘মুসলিম আসন’ নিয়ে বিরোধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ০৮:৫৮ পিএম
বিধানসভায় জম্মু-কাশ্মীরের ‘মুসলিম আসন’ নিয়ে বিরোধ

ভারতশাসিত কাশ্মীরের নির্বাচনী আসন পরিবর্তনের প্রস্তাব নিয়ে তীব্র ক্ষোভ ও বিতর্ক শুরু হয়েছে এ অঞ্চলজুড়ে। বিবিসি জানায়, নতুন খসড়া পরিকল্পনায় বিধান সভায় জম্মুর আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব রাখা হলেও অপরিবর্তিত থাকছে কাশ্মীরের আসন।

ফলে রাজ্যের রাজনীতিতে হিন্দুপ্রধান অঞ্চলের প্রভাব বেড়ে যেতে পারে এমন আশঙ্কা উদ্বেগ বাড়াচ্ছে কাশ্মীরিদের মধ্যে। মুসলিমপ্রধান কাশ্মীর উপত্যকার বাসিন্দারা আশংকা করছেন, এর ফলে সংসদ নেতা নির্বাচনে তাদের ক্ষমতা কমে যাবে।

আর মূলধারার রাজনীতিকরা মনে করছেন, বিজেপির এমন পরিকল্পনা এ অঞ্চলে ভারতপন্থী মুসলিমদের রাজনীতিতে ইতি টানবে। বিচ্ছিন্নতাবাদ দমনে মুসলিমপ্রধান কাশ্মীরে সাম্প্রতিক বছরগুলোতে কেন্দ্র সরকারের নানা পদক্ষেপের মধ্যে এটিই সবশেষ প্রচেষ্টা।

২০১৯ সালে পুলওয়ামায় ভারতীয় বাহিনীর ওপর হামলার জেরে কাশ্মীরের স্বায়ত্তশাসন রদ করে বিজেপি সরকার। এর পর থেকেই এ অঞ্চলের পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে শুরু করে।

ভারত সরকার জম্মু-কাশ্মীরে নানা বিধিনিষেধ আরোপ, নিরাপত্তা অভিযান আর সব ধরণের যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে বিদ্রোহী দমনে তৎপরতা চালাচ্ছে। এতে হাজার হাজার মানুষের জীবনযাত্রা বাধাগ্রস্ত হওয়ায় ক্ষোভ এবং অসন্তোষ বাড়ছে।

Link copied!