• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্রোহীদের হাতে আটক বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৫:৪২ পিএম
বিদ্রোহীদের হাতে আটক বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরেকে আটক করেছে বিদ্রোহী সৈন্যরা। বিবিসি জানায়, প্রেসিডেন্ট ভবনের কাছে ও রাজধানী ওয়াগাদুগুর ব্যারাকে গোলাগুলির খবর পাওয়া গেছে।

বিদ্রোহীরা জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সামরিক বাহিনীর প্রধানদের বরখাস্তের দাবি জানিয়েছে। এছাড়াও প্রেসিডেন্টের কাছে মুক্তিপণও চেয়েছে তারা।

এর আগে রোববার প্রেসিডেন্টের আটকের খবর ছড়িয়ে পড়লেও সরকার তা নাকচ করে ও সামরিক অভ্যুত্থানের সম্ভাবনাও উড়িয়ে দেয়। এরপর সোমবার সেই খবরের সত্যতা নিশ্চিত করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বিভিন্ন ভিডিও প্রতিবেদনে দেখা যায়, রাজধানীতে প্রেসিডেন্টের ব্যবহৃত গাড়িবহর বুলেটে ঝাঁঝরা হয়ে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিদ্রোহী সৈন্যরা প্রেসিডেন্ট কাবোরেকে সামরিক ক্যাম্পে আটকে রেখেছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স ছাড়াও দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও পশ্চিম আফ্রিকার একজন কূটনীতিক এই খবর নিশ্চিত করেছে। এছাড়াও রাজধানী ওয়াগাদুগুর সাংগুলে লামিজানা সেনা নিবাসে স্থানীয় সময় রোববার ভোরে ব্যাপক গোলাগুলি হয়।

ওয়াগাদুগু বিমানবন্দরের কাছে বিমানঘাঁটিতেও গোলাগুলি হয়েছে। পাশাপাশি রাজধানীর অদূরে কায়া এলাকায় সেনা ঘাঁটিতেও গুলি চালানোর কথা জানান প্রত্যক্ষদর্শীরা।

সেনা নিবাসে গোলাগুলির খবর নিশ্চিত করেছে বুরকিনা ফাসোর সরকার। তবে সেনা অভ্যুত্থানের খবর মিথ্যা বলে দাবি করছে তারা।

Link copied!