• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বাড়ি ফিরেও চিকিৎসকের তত্ত্বাবধানে মাহাথির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ০৪:১৮ পিএম
বাড়ি ফিরেও চিকিৎসকের তত্ত্বাবধানে মাহাথির

হৃদরোগের চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফিরেছেন নিজ বাসভবনে।

তবে বাড়িতেও তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রয়টার্স জানায়, ৯৬ বছর বয়সী মাহাথিরকে বুধবার ফিজিওথেরাপিসহ কিছু চিকিৎসার চালিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে দর্শনার্থী বা ভক্তদের সঙ্গে সাক্ষাৎ না করতেই সতর্ক করেছেন চিকিৎসকরা।

দুই দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন এই রাষ্ট্রনেতা। গত কয়েক সপ্তাহ ধরে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিত্সাধীন ছিলেন তিনি। শুক্রবার এক ভিডিও বার্তায় মাহাথির বলেন, “আমি সুস্থ আছি, তবে সম্পূর্ণরূপে নয়।”

সেই ভিডিওতে মাহাথিরকে ধীরে ধীরে হাঁটতেও দেখা গেছে। ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট জানিয়েছে মাহাথির বিভিন্ন হার্টের সমস্যায় আক্রান্ত। তাই দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

গত ২২ জানুয়ারি মালয়েশিয়ার কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি হন মাহাথির। এর আগেও হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। বাইপাস সার্জারিও করতে হয়েছিল।

Link copied!