• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বছরের শেষ সূর্যগ্রহণ শনিবার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৮:৪৯ এএম
বছরের শেষ সূর্যগ্রহণ শনিবার

শনিবার (৪ ডিসেম্বর) হচ্ছে বছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিশ্বের কিছু জায়গা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। তবে পূর্ণগ্রাস দেখা যাবে অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ মেরুর কিছু অংশ থেকে।

বাংলাদেশ সময় অনুসারে, সূর্যগ্রহণটি সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হবে। চলবে বিকেল ৩টা ৩৭ পর্যন্ত। পূর্ণগ্রাস শুরু হবে দুপুর সাড়ে ১২টা ৩০ মিনিট থেকে। পূর্ণগ্রাস সম্পন্ন হবে দুপুর ১টা ৩৩ মিনিটে। ২টা ৩ মিনিটে পূর্ণগ্রাস গ্রহণ শেষ হবে। ৩টা ৩৭ মিনিটে আংশিক সূর্যগ্রহণ শেষ হবে। মোট ৪ ঘণ্টা ৮ মিনিট স্থায়ী হবে এই গ্রহণকাল। পুরো গ্রহণটি লাইভ দেখা যাবে নাসার ইউটিউব চ্যানেল।

চাঁদ যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে আসে এবং আমাদের গ্রহে তার ছায়া ফেলে সেই সময়েকই সূর্যগ্রহণ বলে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে সম্পূর্ণভাবে ঢেকে রাখে। যখন আংশিক ও বৃত্তাকার সূর্যগ্রহণ ঘটে সেই সময় চাঁদ সূর্যের একটি অংশকে আড়াল করে।

এটি হবে বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আগের সূর্যগ্রহণটি ছিল ১০ জুন। বাংলাদেশ থেকে এই পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে না।

Link copied!