রক্ষণশীল বিরোধী দল পিপলস পাওয়ার পার্টির নেতা ইউন সুক-ইওলকে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে দক্ষিণ কোরিয়া। বিবিসি জানায়, পার্লামেন্টের চূড়ান্ত ভোট গণনায় ১ শতাংশের কম ব্যবধানে জিতে ইতিহাস গড়েছেন তিনি।
রাজনীতিতে অভিজ্ঞতা খুব বেশি দিনের না হলেও দক্ষিণ কোরিয়ার শ্রেণিবৈষম্য মোকাবেলার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পার্টিকে ধরাশায়ী করেছেন তিনি। সদ্য সাবেক প্রেসিডেন্ট লি জায়ে-মিউং-এর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়লাভ করেছেন ইউন।
এই জয়কে ‘দক্ষিণ কোরিয়ার মহান জনগণের বিজয়’ বলে অভিহিত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। বৃহস্পতিবার সকালে বিজয়ী ঘোষণার পর সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করনে ইউন।
এ সময় তিনি বলেন, “আমাদের মানুষের জীবিকার দিকে মনোযোগ দিতে হবে, অভাবীদের উষ্ণ কল্যাণ পরিষেবা প্রদান করতে হবে। এছাড়া মুক্ত বিশ্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের গর্বিত ও দায়িত্বশীল সদস্য হিসেবে কাজ করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।”
যদিও ভোটের আগে প্রচারকালে উভয় প্রেসিডেন্ট প্রার্থীর জনপ্রিয়তাই ছিল তলানিতে। তাই বিশ্লেষকরা বলছেন, ভোটাররা প্রার্থীদের নিয়ে এতটাই হতাশ ছিলেন যে স্থানীয় সংবাদমাধ্যম একে ‘প্রতিকূল নির্বাচন’ বলে মন্তব্য করছে।