• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

প্রবল বর্ষণে কলম্বিয়ায় পাহাড়ধস, নিহত ১৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০২:৫৮ পিএম
প্রবল বর্ষণে কলম্বিয়ায় পাহাড়ধস, নিহত ১৪

কলম্বিয়ায় মধ্যাঞ্চলে ভূমিধসে বেশ কয়েকটি ঘরবাড়ি চাপা পড়েছে। এই দুর্যোগে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে ৩৫ জন।

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রিসারালদা প্রদেশের পাহাড়ে এই ভূমিধস হয়। এতে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে পাশের দস্কুব্রাদেস এলাকায়। সেখানে বেশ কিছু ঘরবাড়ি চাপা পড়লে এসব হতাহতের ঘটনা ঘটে।

কফি উৎপাদনকারী প্রদেশ রিসালদাতে গত কয়েক দিনের টানা বৃষ্টির ফলে সৃষ্টি হয় ভূমিধসের। নিখোঁজদের খোঁজে এখনো কাদার মধ্যে তল্লাশি করছে উদ্ধারকারী দল।

কলম্বিয়ার জাতীয় দুর্যোগ সংস্থার বরাতে এই খবর জানিয়েছে এএফপি। ন্যাশনাল ইউনিট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট টুইটারে এই তথ্য নিশ্চিত করেছে।

উদ্ধারকারীরা জানান, কমপক্ষে পাঁচটি বাড়ি মাটি চাপা পড়েছে। নতুন করে পাহাড়ধস হলে পার্শ্ববর্তী অতুন নদী উপচে পড়তে পারে।

তাই দুর্যোগ পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যার ঝুঁকি থাকায় তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Link copied!