• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

প্যারাসেইলিং করতে গিয়ে সাগরে পড়লেন দুই নারী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ১১:০৫ এএম
প্যারাসেইলিং করতে গিয়ে সাগরে পড়লেন দুই নারী

প্যারাসেইলিং এখন পর্যটকদের প্রধান আকর্ষণ। সমুদ্রের ওপরে ওড়ে বেড়ানো উপভোগ করতে সবাই পছন্দ করে। প্যারাসেইলিংয়ে সেই অনুভূতিই পাওয়া যায়। সমুদ্রের কাছে গিয়ে শখ করে প্যারাসেইলিংয়ে যান সুজাতা ও সুরেখা। দড়িবাঁধা প্যারাসুটে চেপে উড়াল দিয়েছিলেন  সমুদ্রের ওপরে আকাশে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দড়ি ছিঁড়ে সাগরে পড়ে যান তারা। লাইফ জ্যাকেট পরে থাকায় বড় বিপত্তি থেকে রক্ষা পান তারা।

ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলীয় শহর আলিবাগে। গত ২৭ নভেম্বর সমুদ্র দেখতে সেখানে যান সুজাতা নারকার ও সুরেখা পানিকর। ওই সময় ঘটে যায় এই বিপদ। তবে প্যারাসেইলিং কর্মীরা দ্রুত পানি থেকে তুলে নিলে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তাদের।

এনডিটিভি জানায়, সুজাতা নারকার ও সুরেখা পানিকর মুম্বাইয়ের স্থায়ী বাসিন্দা। ভারসোলি সৈকতে ঘুরতে যান তারা। সেখানে কিছু পর্যটককে প্যারাসেইলিং করতে দেখে সেই অভিজ্ঞতা নিতে আগ্রহী হন। এরপরই প্যারাসুটে চেপে সমুদ্রের ওপরে ওড়ে যান। 

সেই অভিজ্ঞতার কথা জানিয়ে সুজাতা ও সুরেখা বলেন, “প্যারাসেইলিং শুরুর কিছুক্ষণ পরেই দড়ি ছিঁড়ে সোজা সাগরে গিয়েছি। অভিজ্ঞতাটা সুখকর ছিল না।”

সুজাতা ও সুরেখার প্যারাসেইলিংয়ের সময় ভিডিও করা হয়। সেই ভিডিওই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, প্যারাসেইলিং থেকে সাগরে ছিটকে পড়ছেন ওই দুই নারী। 

ভিডিওটির নিচে আলোচনা-সমালোচনা শুরু হয়। কেউ কেউ মানসম্মত দড়ি ব্যবহার না করায় প্যারাসেইলিং কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

এর আগেও নভেম্বর মাসে নাগোয়া সৈকতের কাছে প্যারাসেইলিংয়ের সময় পানিতে পড়ে যান এক দম্পতি। তাদেরও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে প্যারাসেইলিংয়ের এ ঘটনার পুনরাবৃত্তির যেন না হয় এই বিষয়ে সংশ্লিষ্টদের কড়া নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Link copied!