• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

রেকর্ড ভোটে তৃণমূলের কলকাতা জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ০১:৪১ পিএম
রেকর্ড ভোটে তৃণমূলের কলকাতা জয়

কলকাতায় পৌরসভা নির্বাচনে ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৪টিতে জয় নিশ্চিত করেছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। বিজেপিসহ বিরোধী সব দল মিলে দশটি ওয়ার্ডে জয় পেয়েছে। আনন্দবাজারের খবরে এই তথ্য পাওয়া গেছে।

এদিকে নির্বাচনে জয়ের পাশাপাশি ভোটের অংকেও রেকর্ড গড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মোট ভোটের ৭২ শতাংশই পড়েছে তৃণমূলের ব্যালটে। বিধানসভার পর মাত্র আট মাসের ব্যবধানে ভোট প্রাপ্তির হার বেড়েছে প্রায় ১৫ শতাংশ।

ভারতে কোনও রাজনৈতিক দলের এমন অর্জনের এমন নজির খুব বেশি নেই। বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের সময়েও তৃণমূলের ভোট ছিল ৫৭.৫৫ শতাংশ। এর আগের পৌরসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৫০.৬ শতাংশ ভোট। সে হিসেবে এবার ভোট বেড়েছে ২০ শতাংশের বেশি।

আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই বিজয় উদযাপন শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকেরা। বিজয় মিছিলও হয়েছে রাজ্যের অনেক জায়গায়। বিজয় উৎসবে সমর্থকদের সঙ্গে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হিন্দুস্তান টাইমস জানায়, কলকাতা পুরনিগমে তৃণমূল কংগ্রেসের বিজয় নিশ্চিতের পর মমতা বলেন, গণ উৎবে গণতন্ত্রের জয় হয়েছে। একইসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে বলেন, কলকাতায় বিরোধীদের ‘ভোকাট্টা’ করেছে জনগণ।

 

Link copied!