• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘হিজাব’ নারীর অধিকার: প্রিয়াঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০১:৫৯ পিএম
‘হিজাব’ নারীর অধিকার: প্রিয়াঙ্কা

ভারতের কর্ণাটক রাজ্যে মুসলিম মেয়েদের হিজাব নিষিদ্ধ করা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে গোটা ভারতে। এরই মধ্যে কর্ণাটকের সেই কলেজে গিয়ে ভুক্তভোগী মেয়েদের সঙ্গে দেখা করেছেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।

কলেজের মুসলিম ছাত্রীদের সমর্থনে এ সময় প্রিয়াঙ্কা বলেন, “বিকিনি, হিজাব কিংবা জিন্স হোক, একজন নারী কী পরতে চান, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর আছে। ভারতীয় সংবিধান এই অধিকারটি নিশ্চিত করেছে। মেয়েদের এসব হয়রানি বন্ধ করুন।”

এছাড়া টুইটারেও নিজের সেই বক্তব্য পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। এছাড়া ক্লাসরুমে হিজাব পরা নিষিদ্ধ করা নিয়ে ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন অনেক রাজনৈতিক নেতা। প্রিয়াংকার টুইট শেয়ার করেছেন বড় ভাই রাহুল গান্ধী। মেয়েদের পক্ষে অবস্থান নিয়েছেন তিনিও।

জানুয়ারিতে কর্ণাটকের উদুপি জেলার পিইউ সরকারি বালিকা কলেজে ছয়জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ছাত্রীদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায় স্থানীয় ডানপন্থী বিভিন্ন গোষ্ঠী।

পরে এই রাজ্যের অন্যান্য এলাকাতেও হিজাব পরার বিরুদ্ধে গেরুয়া ওড়না পরে অনেক শিক্ষার্থী অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের দাবি তোলে তারা।

এরপর শুক্রবার কর্ণাটকের বিজয়াপুরা জেলার দুই কলেজ শান্তেশ্বরা পিইউ ও জিআরবি কলেজে হিজাবের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। ছাত্রছাত্রীদের পাল্টাপাল্টি অবস্থানের কারণে কলেজ দুটি সোমবার বন্ধ ঘোষণা করা হয়।

তবে মঙ্গলবার বিক্ষোভ সহিংস আকার ধারণ করে। রাজ্যজুড়ে মুসলিম ছাত্রীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও একে অপরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।

Link copied!