• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পুলিশের পরীক্ষায় নকলের অভিনব প্রযুক্তি নিয়ে ধরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ০৮:২০ পিএম
পুলিশের পরীক্ষায় নকলের অভিনব প্রযুক্তি নিয়ে ধরা

পরীক্ষার হলে নকল করা আর ধরা পড়ার ঘটনা হরহামেশাই ঘটে। তবে পরীক্ষাটা যখন পুলিশের চাকরির জন্য, তখন অসৎ উপায় অবলম্বন করাটা সত্যিই ঝুঁকিপূর্ণ।

ভারতের উত্তরপ্রদেশে এমন ঝুঁকি নিয়েই ধরা পড়েছেন এক চাকরিপ্রত্যাশী। সম্প্রতি পুলিশের সাব-ইন্সপেক্টরের পদে পরীক্ষায় প্রতারণার চেষ্টা করে হাতেনাতে ধরা পড়েন ঐ ব্যক্তি।

এনডিটিভি জানায়, পুলিশ পরীক্ষার সময় দুই কানে দুটি ছোট ইয়ারপিস ও মাথায় পরচুলার মধ্যে মোবাইল ফোনের প্রযুক্তি সম্বলিত গ্যাজেটসহ হলে প্রবেশ করেন তিনি। কিন্তু উত্তরপ্রদেশের পুলিশ কর্মকর্তারা এসব কৌশলগুলির সঙ্গে আগে থেকেই পরিচিত থাকায় তার প্রতারণার চেষ্টা ব্যর্থ হয়ে যায়।

নকলকারীর ছদ্মবেশ উন্মোচন করার সেই ভিডিও টুইটারে শেয়ার করেছেন আইপিএস অফিসার রূপিন শর্মা। ভাইরাল সেই ভিডিওতে তারবিহীন হেডফোন আর পরচুলার ভিতরে লুকানো চিপের সঙ্গে যুক্ত যোগাযোগ প্রযুক্তিও খোলাখুলি দেখানো হয়।

Link copied!