রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক মন্তব্যকে ঘিরে বিরোধে জড়িয়েছে দুই দেশ। বিবিসি জানায়, বুধবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দেন বাইডেন।
পুতিনের সেই ভাষ্য কোন আনুষ্ঠানিক বক্তব্য ছিল না। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবেই তিনি ওই মন্তব্য করেন বলে জানা গেছে।
যদিও পরে হোয়াইট হাউস এক বিবৃতি বাইডেনের বক্তব্যের পক্ষেই সাফাই গেয়েছে। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, বাইডেন ‘মন থেকেই’ সেই কথা বলেছিলেন। তবে রাষ্ট্রপ্রধানকে ‘যুদ্ধাপরাধী’ অভিহিত করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন।
মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য ‘অগ্রহণযোগ্য’ এবং ‘ক্ষমার অযোগ্য’ বলে উল্লেখ করেছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেন, “একজন রাষ্ট্রনেতার (বাইডেনের) কাছ থেকে এ ধরণের বাগাড়ম্বর অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য বলেই আমরা বিশ্বাস করি। বিশেষ করে যাদের ছোড়া বোমায় সারা দুনিয়ায় হাজার হাজার মানুষ মারা গেছে তাদের মুখে এসব মানায় না।”