• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

পিছু হটলেন মোদি, বাতিল হচ্ছে বিতর্কিত কৃষি আইন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০৫:২৫ পিএম
পিছু হটলেন মোদি, বাতিল হচ্ছে বিতর্কিত কৃষি আইন

প্রায় এক বছরের বেশি সময় ধরে কৃষকদের লাগাতার আন্দোলন আর ধর্মঘটের পর অবশেষে বাতিল হচ্ছে ভারতের বিতর্কিত কৃষি আইন। হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার (২৪ নভেম্বর) নতুন তিন কৃষি আইন বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

২৯ নভেম্বর থেকে শীতাকালীন অধিবেশন শুরু হবে। সেদিনই পার্লামেন্টে কৃষি আইন বাতিলের বিল পেশ করবে কেন্দ্র সরকার। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়ার ভাষণে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে কৃষি আইন প্রত্যাহারের আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই এই পদক্ষেপ নিল সরকার।

সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী ভারতীয় পার্লামেন্টের সরকারি আইন বাতিলের ক্ষমতা রয়েছে। তবে এর আগে কৃষি মন্ত্রীকে সেই সংক্রান্ত প্রস্তাবনা পেশ করতে হবে পার্লামেন্টে।

আইন প্রত্যাহারের ক্ষেত্রে পার্লামেন্টের উভয়কক্ষে আলোচনা ও ভোট অনুষ্ঠিত হবে। আইন প্রত্যাহারের প্রস্তাব পাশ হলে সেই বিল পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি স্বাক্ষর করলে বাতিল হবে বিতর্কিত কৃষি আইন।

২০২০ সালের মাঝামাঝি সময়ে কৃষি আইন সংস্কার করে নতুন আইন জারি করে ভারতের পার্লামেন্ট। এ নিয়ে ব্যাপক বিতর্ক ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। সোমবারও লক্ষ্ণৌতে এই আইন বাতিলের দাবিতে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন কৃষকরা।

Link copied!