২০২২ সালে বিধানসভা ভোটের প্রথম ধাপে পাঞ্জাবে বিপুল ব্যবধানে জয় নিশ্চিত করেছে আম আদমি পার্টি, আপ। ভোট গণনায় পিছিয়ে পড়েছেন অমরিন্দর সিং, নভজ্যোৎ সিং সিধু ও চরণজিৎ সিং চান্নির মতো তিন হেভিওয়েট নেতা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সবশেষ তথ্যমতে, পাঞ্জাবের ১১৭ আসনের ৯২টিতেই জয় নিশ্চিত করে আপ। সংখ্যা গরিষ্ঠতা নিশ্চিতের খবরে শহর সাংরুরে বিশাল মঞ্চ তৈরি করে মিষ্টি বিতরণ করছে দলের নেতাকর্মীরা।
বিজেপি কিংবা কংগ্রেসের কোন নেতাই সুবিধা করতে পারেননি আম আদমির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত সিং মানের সঙ্গে। ভোটের প্রাথমিক ফল প্রকাশ পাওয়ার পর তার সঙ্গে ছবি শেয়ার করে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল।
এছাড়া ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে উত্তর প্রদেশে বড় চমক দেখিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। এনডিটিভি জানায়, বিধানসভা নির্বাচনে পাঁচ রাজ্যের চারটিতে জয় নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল।