• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তান সীমান্তে আফগানদের ঢল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৩:১৬ পিএম
পাকিস্তান সীমান্তে আফগানদের ঢল

সরকার পতনের পর থেকেই তালেবান আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা আফগানিস্তানে। বিদেশীদের সঙ্গে দেশ ছেড়ে পালাতে শুরু করে স্থানীয়রাও। 

আল-জাজিরা জানায়, সপ্তাহের শুরু থেকেই হাজার হাজার আফগান নাগরিক দেশটির দক্ষিণ -পূর্বাঞ্চলে স্পিন বোল্ডাক বা চামন সীমান্ত পার হয়ে পাকিস্তানে প্রবেশ করে। প্রতিদিনই বাড়ছে আশ্রয়প্রার্থীদের ঢল।

এসব আশ্রয়প্রার্থীদের মধ্যে চিকিৎসা নিতে যাওয়া রোগীসহ কারাগার থেকে মুক্ত হওয়া তালেবানরাও রয়েছে। যদিও আফগান কর্মকর্তারা জানান, বৈধ পরিচয়পত্র ও পাকিস্তানে নিবন্ধিত আফগান শরণার্থীরাই দেশটিতে প্রবেশ করছে।

সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করা অনেকেই আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তি জানান। জাতিসংঘের তথ্যমতে, ২০০১ সাল থেকে ২০ বছরের গৃহযুদ্ধে ৪৭ হাজারের বেশি আফগান বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। তাই যুদ্ধবিধ্বস্ত দেশ ছেড়ে পাকিস্তানে প্রবেশের পর অনেকেই নিরাপদ বোধ করছেন।

যদিও মার্কিন সেনা প্রত্যাহার আর তালেবানের কাছে ক্ষমতা যাওয়ার পর দেশের অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও দাবি করছেন অনেক স্থানীয় বাসিন্দা। কান্দাহার শহরের বাসিন্দা আবদুল্লাহ জানান, “আফগানিস্তান এখন তালেবানদের হাতে। এই মুহূর্তে কোথাও কোন সহিংসতা নেই।”

Link copied!