পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জুমার নামাজ চলাকালীন একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
শুক্রবার (৪ মার্চ) প্রদেশের রাজধানী পেশোয়ারের কোচা রিসালদার মসজিদে এ বোমা হামলার ঘটনা ঘটে।
পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে এ বোমা হামলার দায় কেউ স্বীকার করেনি।
পেশোয়ার শহরের পুলিশ প্রধান ইজাজ আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ৩০ জনের মরদেহ স্থানীয় লেডি রিয়েডিং হাসপাতালে আনা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কিসা খাওয়ানি বাজারে অবস্থিত ওই মসজিদে দুইজন হামলাকারী ঢোকার চেষ্টা করেন। এ সময় তারা নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন তাৎক্ষণিকভাবে নিহত হন, অন্যজন গুরুতর আহত হন। এরপরই মসজিদের ভেতর বোমা বিস্ফোরিত হয়।
ওয়াহিদ খান নামের আরেকজন পুলিশ কর্মকর্তা জানান, মসজিদে নামাজ চলাকালীন এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
শায়ান হায়দার নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি মসজিদের প্রবেশের সময় এই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, “আমি চোখ মেলে দেখি চারদিকে ধুলাবালু ও শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে-ছিটিয়ে আছে।”