• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পাকিস্তানে তুষারপাত দেখতে গিয়ে ২১ পর্যটকের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৭:৩৯ পিএম
পাকিস্তানে তুষারপাত দেখতে গিয়ে ২১ পর্যটকের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে ভারি তুষারপাতে আটকা পড়েছে বহু যানবাহন। এ পর্যন্ত অন্তত ২১ জন মারা গেছেন বলে জানিয়েছে বিবিসি।

রাজধানী ইসলামাবাদের উত্তরের পার্বত্য শহর মুরির কাছে এখনও আটকা পড়ে আছেন অনেকে। রাস্তা পরিষ্কার করে উদ্ধার চেষ্টা চালাচ্ছে সামরিক বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ জানান, তুষারঝড়ের সময় প্রায় ১ হাজার গাড়ি মহাসড়কে আটকা পড়ে।

এ অঞ্চলটিতে সচরাচর বেশি তুষারপাত হয় না। তাই সাম্প্রতিক সময়ে তুষার দেখতেই এক লাখের বেশি গাড়ি নিয়ে পর্যটকেরা মুরিতে প্রবেশ করেন।

এর ফলে শহরের ভিতরে ও বাইরের সড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানায় নিহতদের মধ্যে অন্তত ছয় জন গাড়িতেই তীব্র ঠাণ্ডায় জমে মারা গেছেন।

তবে বাকিদের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে তীব্র ঠাণ্ডা বাতাসে শ্বাসপ্রশ্বাসের কারণে ফুসফুস অকেজো হয়ে মারা যান তারা। শুক্রবার স্থানীয় গণমাধ্যমে তুষারপাতের কারণে সৃষ্ট এই দুর্ঘটনার খবর জানানো হয়।

পুরো এলাকাটিকেই দুর্যোগপূর্ণ হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেখান থেকে সবাইকে দূরে থাকতে বলা হয়েছে।

শহরে এখনও ভারী তুষারপাত হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। শুধুমাত্র পর্যটক নয়, স্থানীয় জনগণও গ্যাস ও তীব্র পানির সংকটে পড়েছেন।

Link copied!