পাকিস্তানে আশুরার মিছিলে হামলা, নিহত ৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৯:৪৪ পিএম
পাকিস্তানে আশুরার মিছিলে হামলা, নিহত ৩

পাকিস্তানে মুসলিমদের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস আশুরার মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘু শিয়া মুসলিমদের মিছিলে এ হামলায় তিনজন নিহত হয়। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

আল-জাজিরা জানায়, বৃহস্পতিবার (১৯ আগস্ট) পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর শহরে এ হামলা হয়। বাহাওয়ালনগরের স্থানীয় পুলিশ কর্মকর্তা কাশিফ হোসেন হতাহতের ঘটনা নিশ্চিত করেন।

সামাজিক মাধ্যমের ছবিতে বিস্ফোরণে আহতদের রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকাতে দেখা যায়। এ ঘটনার পর অন্যান্য শহরেও আশুরার মিছিল বন্ধ রাখা হয়েছে।

বিস্ফোরণের পর বড় শহরগুলোতে মোবাইল নেটওয়ার্ক সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ৬৮০ খ্রিস্টাব্দে, আরবি মহররম মাসের ১০ তারিখ ইরাকের কারবালা প্রান্তরের যুদ্ধে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.)।

তাঁর স্মরণেই আশুরার দিন মিছিল করে থাকেন শিয়া মুসলিমরা। যদিও মুসলিমদের কাছেও আনান্য ধর্মীয় গুরুত্বপূর্ণ ঘটনার কারণে এই দিনটি বিশেষভাবে পবিত্র।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!