• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পাকিস্তানে অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৮:৪০ পিএম
পাকিস্তানে অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ

পাকিস্তানের শিয়ালকোটের সেনা ঘাঁটিতে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি জানায়, ভালন ওয়ালায় অবস্থিত ঘাঁটির অস্ত্রের গুদামে পরপর কয়েকটি বিস্ফোরণ হয়।

এ সময় বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের আওয়াজ এতই জোরালো ছিল যে ৪ কিলোমিটার দূর পর্যন্ত এর আওয়াজ শোনা গেছে বলেও জানান স্থানীয়রা।

ঘটনাস্থল থেকে বিশাল অগ্নিকুণ্ড দেখা যায়। ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে সেসব ছবি ও ভিডিও। দেশটির রাজনৈতিক অস্থিরতার মাঝে এমন বিস্ফোরণ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে প্রাথমিকভাবে এই বিস্ফোরণের কোনো কারণ জানা যায়নি। সামাজিক মাধ্যমের বিভিন্ন ভিডিওতে দেখা যায়, প্রায় ৩০ সেকেন্ড ধরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটছে। একই সঙ্গে আগুন ও ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়।

শিয়ালকোটের এই সামরিক ঘাটি ভারত সীমান্ত থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে। প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরণের সময় পাকিস্তানি সেনাবাহিনীর বিপুল অস্ত্র মজুত করা ছিল সেখানে।

Link copied!