বুধবার সামরিক হেলিকপ্টারে বিধ্বস্ত হয়ে সস্ত্রীক নিহত হন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতসহ ১৩ জন। মর্মান্তিক এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এদিকে ওয়েলিংটনে বিধ্বস্ত হেলিকপ্টারের ব্ল্যাক বক্সের সন্ধান পেয়েছে তল্লাশি দল। এছাড়া বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে।
বিশেষজ্ঞরা জানান, ব্ল্যাক বক্সের থেকে দুর্ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এতে ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার থাকায় হেলিকপ্টারে আগুন লাগার ও বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কেও তথ্য উদ্ঘাটন সম্ভব হবে।
বুধবার কুন্নুরে পৌঁছেন ভারতের বিমানবাহিনীর প্রধান বিআর চৌধুরী। তদন্তের নেতৃত্ব দিচ্ছেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং।
এছাড়া তামিলনাড়ুতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তের এক ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। এনডিটিভি জানায় দুর্ঘটনার সময় নিচ থেকে এই ভিডিও ধারণ করেন এক প্রত্যক্ষদর্শী।
স্থানীয়দের কাছ থেকে ভিডিওটি সংগ্রহ করেছে বার্তা সংস্থা এএনআই। যদিও ভিডিওর সত্যতা নিশ্চিত করেনি করেনি ভারতীয় বিমানবাহিনী।
বুধবার (৮ ডিসেম্বর) ওয়েলিংটনের ডিফেন্স কলেজে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হেলিকপ্টারে রওনা করেছিলেন সামরিক কর্মকর্তারা। বিরূপ আবহাওয়ায় দুর্ঘটনায় পড়ে আগুন লেগে যায় বিধ্বস্ত হেলিকপ্টারে।
নিহতদের মধ্যে জেনারেল রাওয়াতের স্ত্রী, তার প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো ও বিমানবাহিনীর সদস্যরাও রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আছেন একমাত্র জীবিত আরোহী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং।