• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

পবিত্র শহর জেরুজালেমে গোলাগুলি, নিহত ২ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০২:৩৯ পিএম
পবিত্র শহর জেরুজালেমে গোলাগুলি, নিহত ২ 

ফিলিস্তিনের পবিত্র শহর জেরুজালেম এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। এসময় পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়।

আল-জাজিরা জানায়, স্থানীয় সময় রোববার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। আল-আকসা মসজিদের কাছে বাব আল-সিলিসিলা এলাকায় অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের লক্ষ্য করে গুলি করে বন্দুকধারী এক ফিলিস্তিনি।

এসময় বেশ কয়েকজন হতাহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আহত একজনের মৃত্যু হয়। হতাহতদের মধ্যে দুইজন বেসামরিক ও দুইজন পুলিশ কর্মী রয়েছেন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জেরুজালেমের এই এলাকাটি ইহুদি ও মুসলিমদের উভয় জাতির কাছেই পবিত্র। অতীতেও এই পবিত্র স্থানকে ঘিরে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে।

সম্প্রতিক সময়ে এটি দ্বিতীয় সহিংসতার ঘটনা। গত সপ্তাহে ১৬ বছর বয়সি এক ফিলিস্তিনি যুবক দুই ইসরায়েলি সীমান্তরক্ষীকে ছুরিকাঘাতে আহত করে। নিরাপত্তাবাহিনীর গুলিতেই তার মৃত্যু হয়।

Link copied!