• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পদত্যাগের সম্ভাবনা নাকচ করলেন বোরিস জনসন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৯:২৭ পিএম
পদত্যাগের সম্ভাবনা নাকচ করলেন বোরিস জনসন

করোনাকালীন স্বাস্থ্যবিধি ভেঙে মদ্যপানের পার্টিতে গিয়ে পার্লামেন্টের তোপে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তদন্তের মুখোমুখি হলেও পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বোরিস জনসন।

বুধবার বিবিসি জানায়, ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে এমপিরা ক্ষোভ ঝরেছেন প্রধানমন্ত্রীর ওপর। তাদের অনেকে মন্তব্য করেন, লকডাউন চলাকালীন পার্টিতে গিয়ে প্রধানমন্ত্রী জনসাধারণকে অপমান করেছেন।

আর বরিস জনসন জোর দিয়ে বলেন, কারো চাপের মুখে পদত্যাগ করছেন না তিনি। এছাড়াও এসব অভিযোগের বাইরেও তার সরকারের বড় বড় অর্জন আছে বলেও সাফাই গান তিনি।

প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটে করোনাকালীন স্বাস্থ্যবিধি ভঙ্গের তদন্ত প্রতিবেদন প্রকাশে আগে এমন মন্তব্য করলেন বোরিস। যদিও বিরোধী এমপিরা বলেছেন জনসন ক্ষমতাচ্যুত হবেন কি না - সেই সিদ্ধান্ত নির্ভর করছে তদন্তের ফলাফলের ওপরেই।

ডাউনিং স্ট্রিট ও হোয়াইটহলে ২০২০ সালে জারি করা লকডাউনের সময় আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ তদন্ত করছে পুলিশ। এরই মাঝে আফগানিস্তানে সেনা প্রত্যাহারের সময়কার কিছু স্পর্শকাতর ইমেইল ফাঁস হওয়ায় আরও চাপে পড়েছেন বোরিস জনসন।

Link copied!