• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

‘ন্যাটো-রাশিয়ার সংঘাতই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৬:১২ পিএম
‘ন্যাটো-রাশিয়ার সংঘাতই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ’

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে শুরু থেকেই সতর্ক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। বিভিন্ন সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কয়েকবার সরাসরি বলেছেন, কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চান না তিনি।

এবার এক টুইটে আবারও সেই প্রসঙ্গ আনলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জোর দিয়ে বলছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র। বিবিসি খবরে এমন তথ্য জানা গেছে।

টুইটারে বাইডেন লিখেছেন, “আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের সমস্ত শক্তি দিয়ে ও দ্রুততার সঙ্গে আমরা ন্যাটোকে রক্ষা করবো। কিন্তু ইউক্রেনে আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াবো না। ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাত মানেই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করা।”

যদিও জো বাইডেন এর আগেও অনেকবার বলেছেন, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সৈন্যদের সরাসরি যুদ্ধে জড়ানোর কোন সম্ভাবনাই নেই। তবে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার ঘনিষ্ঠদের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে আসছে তার প্রশাসন।

এর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ আনে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দাবি করেন পূর্ব ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনাকালে কিছু এলাকায় জীবাণু অস্ত্র তৈরির নমুনা খুঁজে পেয়েছে রুশ সেনারা।

জীবাণু অস্ত্র তৈরির জন্য পেন্টাগন ইউক্রেনকে ব্যবহার করছে বলেই বিশ্বাস লাভরভের। যদিও তার অভিযোগকে ‘উদ্ভট’ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

Link copied!