• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নৌকা ভেঙে সাগরে ভাসছেন রোহিঙ্গারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৮:৪৩ এএম
নৌকা ভেঙে সাগরে ভাসছেন রোহিঙ্গারা

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশের উপকূলে নৌকা ভেঙে পানিতে ভাসছেন নারী ও শিশুসহ বেশ কয়েকজন রোহিঙ্গা শরণার্থী। 

সোমবার (২৭ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ ও বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

প্রতিবেদনে জানা যায়, রোহিঙ্গা শরণার্থীরা সাগর পাড়ি দিয়ে মিয়ানমার থেকে ইন্দোনেশিয়ায় ঢোকার চেষ্টা করছিলেন। 

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, আচেহের বিরুয়েনের পানিতে রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি দেখা গেছে।নৌকাটিতে ৭০ জনের মতো শরণার্থী ছিলেন। তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অন্যদিকে স্থানীয় মৎস্যজীবী কমিউনিটির  নেতা বদরুদ্দিন জুসুফ জানান, নৌকায় ১২০ জন রোহিঙ্গা ছিলেন। তাদের খাবার সরবরাহ করা হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইন্দোনেশীয় নির্বাহী পরিচালক উসমান হামিদ জানান, শসাগরে বিপজ্জনক পরিস্থিতি থেকে শরনার্থীদের উদ্ধারে আঞ্চলিক দেশগুলোর যৌথ সহযোগিতার প্রয়োজন হবে।

মিয়ানমারের নিপীড়নের শিকার রোহিঙ্গারা শরণার্থী হয়ে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় দেশগুলোতে আশ্রয়ের চেষ্টা চালায়। এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে সাগর শান্ত থাকে। এই অবস্থায় তারা নৌকাযোগে সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে।

Link copied!