যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শহর নিউইয়র্কের একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৯ শিশু রয়েছে। আহত হয়েছে মোট ৬৩ জন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বরাতে এই খবর জানায় বিবিসি। অ্যাডামস বলেন, “এটি নিউইয়র্ক শহরের জন্য ভয়াবহ ও বেদনাদায়ক এক মুহূর্ত। এই অগ্নিকাণ্ড আমাদের সবার মনে হতাশা ডেকে এনেছে।”
ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় রোববার বেলা ১১টার দিকে ব্রঙ্কসের ১৮১ নম্বর সড়কের একটি ১৯ তলা ভবনে আগুন লাগে। অ্যাপার্টমেন্ট ব্লকের দ্বিতীয় ও তৃতীয় তলায় লাগা আগুন পরে গোটা ভবনেই ছড়িয়ে পড়ে বলে জানান কর্মকর্তারা। ফায়ার সার্ভিসের প্রায় ২০০ সদস্য আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানান, ১৯ তলা ভবনের প্রতিটি তলায় হতাহতদের সন্ধান পান তারা। এনবিসি নিউজকে তিনি বলেন, নিউইয়র্কে ৩০ বছরের মধ্যে কোনো অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে এ দুর্ঘটনায়।