• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ধূমপান বন্ধে নিউজিল্যান্ডে নতুন আইন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০১:২৬ পিএম
ধূমপান বন্ধে নিউজিল্যান্ডে নতুন আইন

সন্ত্রাসবাদ দমন আর মহামারি নিয়ন্ত্রণে সাফল্যের জন্য বিশ্বনন্দিত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান। এবার তারই ধারাবাহিকতায় পরবর্তী প্রজন্মের জন্য তামাকজাত পণ্য নিষিদ্ধ করতে বিশেষ পদক্ষেপ নিল নিউজিল্যান্ড সরকার।

বিবিসি জানায়, ২০০৮ সালের পরে জন্মগ্রহণকারী কেউ যেন সিগারেট বা তামাকজাত দ্রব্য কিনতে না পারে, সে উদ্দেশ্যে একটি খসড়া আইন তৈরি করেছে প্রশাসন। আগামী বছর এই আইন প্রণীত হবে বলে আশা করা হচ্ছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. আয়েশা ভেরাল বলেন, “আমরা নিশ্চিত করতে চাই যেন তরুণরা কোনো অবস্থাতেই ধূমপান শুরু না করে।”

ধূমপানের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কঠোর অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এই আইন ঘোষণা করা হয়।

নিউজিল্যান্ডের ডাক্তার ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সরকারের এই সংস্কারকে স্বাগত জানিয়েছেন। এর ফলে তামাকের সরবরাহ কমবে ও ভবিষ্যতে সিগারেটে নিকোটিনের মাত্রা সীমাবদ্ধ করা হবে বলে আশা করছেন তারা।

মানুষকে ধূমপান ছাড়তে অনুপ্রাণিত করার পাশাপাশি তরুণদের নিকোটিনে আসক্ত হওয়ার প্রবণতাও কমাবে এই পদক্ষেপ।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!