বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় দফায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান নির্বাচিত হতে যাচ্ছেন তেড্রোস আধানম গেব্রেয়াসুস। বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সংস্থাটির সদস্যদের ভোটের তিনিই আগামী নির্বাচনের একমাত্র প্রার্থী মনোনীত হয়েছেন।
ফলে মে মাসে ডব্লিউএইচও-র নির্বাচন হলেও এরই মধ্যে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত এই কর্মকর্তা। সংস্থাটির নির্বাহীরা বোর্ড গোপন ব্যালট ভোটের মাধ্যমে তাকে প্রার্থী হিসেবে অনুমোদন দেয়।
বিশ্বব্যাপী করোনার মোকাবেলার যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তেদরোস। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রথম আফ্রিকান নেতা গেব্রেয়াসুস বলেন, “সহকর্মীদের সমর্থনের জন্য অত্যন্ত কৃতজ্ঞ।”
যদিও তার ভাষায়, দায়িত্বের প্রথম পাঁচ বছর ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং ও কঠিন। এছাড়াও স্বাস্থ্য সংস্থার প্রধানের হওয়ার এই সুযোগ ‘অনেক সম্মানের’ বলে উল্লেখ করেছেন তিনি।
মে মাসে ডাব্লুএইচও-র ১৯৪ সদস্য রাষ্ট্র পরবর্তী মহাপরিচালকের জন্য ভোট দিবে। তবে এতে ইথিওপিয়ার এই প্রাক্তন স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রীই পুনঃনির্বাচিত হবেন বলে আশা করা যাচ্ছে।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথমবার করোনা রোগী শনাক্ত হওয়ার পর দুই বছরেরও বেশি সময় ধরে মহামারি মোকাবেলা করছে বিশ্ববাসী। এই লড়াইয়ে ৫৬ বছর বয়সী ম্যালেরিয়া বিশেষজ্ঞ গেব্রেয়াসুস যেভাবে নেতৃত্ব দিয়েছেন সেজন্য অনেকেই তার প্রশংসা করে থাকেন।