পৌরসভা নির্বাচনে রেকর্ড জয়ের পর মেয়র ফিরহাদ হাকিমের ওপরেই ভরসা রাখলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দলের সম্মতিক্রমেই কলকাতার মেয়র নির্বাচিত হন তিনি।
হিন্দুস্তান টাইমস জানায়, আগামী পাঁচ বছরের জন্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদে থাকছেন ফিরহাদ। চেয়ারপারসন হচ্ছেন মালা রায়। আর ডেপুটি মেয়র পদে আছেন অতীন ঘোষ।
বৃহস্পতিবার কলকাতার মহারাষ্ট্র ভবনে মেয়র হিসেবে ফিরহাদের নাম প্রস্তাব করেন তৃণমূলের সভাপতি সুব্রত বক্সি। তাতে সায় দেন কাউন্সিলররা। আর চেয়ারপারসন পদে টানা ছয়বারের কাউন্সিলর মালাকেই মনোনয়ন দিয়েছেন মমতা।
দলের সর্বসম্মতভাবেই তৃণমূলের দলনেতা নির্বাচিত হন ফিরহাদ। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষমতাগ্রহণ করেননি তিনি।
দায়িত্ব পেয়ে ফিরহাদ জানান, মুখ্যমন্ত্রী মমতা যে বিশ্বাস রেখেছেন, নিজের জীবন দিয়ে হলেও তার মর্যাদা রাখবেন তিনি। সেইসঙ্গে মেয়র হিসেবে ভোটের আগে দেওয়া তৃণমূলের প্রতিটি প্রতিশ্রুতি পালন করার আশ্বাস দেন তিনি।
এছাড়া আরও ১২ জনকে মেয়র ইন কাউন্সিল করা হয়েছে। ঘোষণা হয়েছে ১৬টি বোরো কমিটির চেয়ারম্যানের নাম। তাদের মধ্যে নয়জনই নারী সদস্য। ধারণা করা হচ্ছে দলের অভ্যন্তরীণ কোন্দল ঠেকানোর পরিকল্পনা করেই এবার প্রতিনিধিদের বাছাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।