• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লির বস্তিতে ভয়াবহ আগুন, নিহত ৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৮:৪৭ পিএম
দিল্লির বস্তিতে ভয়াবহ আগুন, নিহত ৭

ভারতের রাজধানী দিল্লির গোকুলপুরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এতে অন্তত ৩০ টি ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের।

দিল্লির ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১ টার দিকে এই অগ্নিকাণ্ডের ব্যাপারে জানতে পারেন তারা। ভোর ৪টার পর আগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ততক্ষণে আগুনে পুড়ে যায় ৬০ টি ঝুপড়ি ঘর। এর মধ্যে ৩০ টি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের ১৩ টি ইঞ্জিন সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করেছে তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, নিহত ৭ জন ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করার আশ্বাস দেন তিনি।

Link copied!