ত্রিপুরায় কর্মীদের ওপর হামলার জেরে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র অফিসের সামনে বিক্ষোভ করছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। আনন্দবাজার, এবিপি নিউজসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়।
হামলার বিষয়ে প্রতিবাদ জানাতে তৃণমূল নেতারা অমিত শাহর সঙ্গে দেখা করতে চাইলেও সময় দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ডেরেক ও ব্রায়েন, সুখেন্দু শেখর রায়, কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়, দোলা সেনসহ অন্যান্য নেতারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নর্থ ব্লকের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ চলছে। তাদের দাবি, ত্রিপুরায় সন্ত্রাসী হামলা চালাচ্ছে বিজেপি। তৃণমূল নেতা-কর্মীদের মারধর করছে কেন্দ্রের দল।
ত্রিপুরায় তৃণমূলের ওপর হামলার ঘটনায় বিজেপির কেন্দ্রীয় নেতাদের উস্কানি রয়েছে এমন অভিযোগও করেন তারা।
রবিবার ত্রিপুরার আগরতলায় থানা চত্বরে তৃণমূল নেতা-কর্মীদের ওপর হামলার হয়। গ্রেপ্তার হয়েছেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ।
বৃহস্পতিবার ত্রিপুরায় পৌরসভা নির্বাচনের আগে এসব ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। তাই অমিত শাহের কাছে প্রতিবাদ জানাতে ধরনায় বসেছেন দলটির সাংসদরা।