শীতের মৌসুমের শুরুতেই তুষার ঝড়ের কবলে পড়েছে ইউরোপ আর আমেরিকা। ভয়াবহ ঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের অনেক এলাকা শুভ্র সাদা বরফে ঢাকা পড়েছে।
তবে এই মনোরম তুষারপাত কাল হয়ে দাঁড়িয়েছে অনেক রাজ্যে। ভারী তুষারপাতে ব্যাঘাত ঘটছে পরিবহন ব্যবস্থায়। ঝড়ের কারণে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার তীব্র তুষারপাত ও প্রবল ঝড়ো বাতাসের কারণে পাঁচটি রাজ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। বাতিল করা হয়েছে প্রায় ৬ হাজার ফ্লাইট।
যদিও রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার আশা করা হচ্ছে। খবরে জানা গেছে, ম্যাসাচুসেটসের কিছু এলাকায় আড়াই ফুট পর্যন্ত তুষারপাত দেখা গেছে। বিরূপ আবহাওয়ার কারণে স্থানীয়দের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, তুষারঝড় অভ্যন্তরীণ রাজ্যগুলোতে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে উত্তর-পূর্বের বেশিরভাগ অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাবে।
অন্যদিকে নর'ইস্টার নামে পরিচিত এই ঝড়ে নিউইয়র্ক ও ম্যাসাচুসেটসের কিছু অংশে উপকূলীয় বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। শনিবার বোস্টন শহরে ২৩ ইঞ্চির বেশি তুষার পড়েছে। শনিবার রাত পর্যন্ত ম্যাসাচুসেটস রাজ্যের ৮০ হাজারেরও বেশি ঘরবাড়ি বিদ্যুৎবিহীন ছিল।
সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোর মধ্যে রয়েছে কেপ কড। সেখানে শনিবার গোটা প্রভিন্সটাউন শহরজুড়েই বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। উপকূলীয় ঝড়ের প্রভাবে কোথাও কোথাও জলোচ্ছ্বাস ও বন্যার খবরও পাওয়া গেছে।